পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। করোনার সংক্রমণ রোধে লঞ্চে গাদাগাদি করে যাত্রী বহনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাওয়া বেশির ভাগ লঞ্চেই শারীরিক দূরত্ব মানা হয়নি। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, টার্মিনাল এলাকায় বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। কাউকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে দেখা যায়নি। লঞ্চের ডেকে বসা বেশির ভাগ যাত্রীর মুখে মাস্ক ছিল না। কারও কারও মাস্ক ছিল থুতনিতে। যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে একে অপরের গা ঘেঁষে লঞ্চের ডেকে বসে আছেন। বেশির ভাগ লঞ্চে ঢোকার পথে জীবাণুনাশক ছিটাতে দেখা যায়নি। কিছু কিছু লঞ্চের প্রবেশমুখে জীবাণুনাশক টানেল থাকলেও সেগুলো অকেজো।
Leave a Reply