শাহজাদপুরের গন মানুষের নেতা এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ দেখেছেন

শাহজাদপুরের গন মানুষের নেতা এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

তুরস্কে চিকিৎসাধীন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাদপুর উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন আর নেই। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নাঃ)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় একাধিক সূত্র। তার মৃত্যুতে শাহজাদপুর উপজেলার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে গত ২৯ আগষ্ট উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে তুরস্কে নেওয়া হয় এবং সেখানে একটি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত ২৫ আগষ্ট তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হন এবং ২৬ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি শিল্প মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪র্থ বারের মতো শাহজাদপুরের এমপি হিসেবে দায়িত্বপালন করছিলেন। ১৯৫৬ সালে জন্ম নেওয়া এমপি স্বপন ব্যক্তিগত জীবনের তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। অগনিত মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি পোষ্ট করে শোক জানিয়েছেন।

JN-24/2021

© যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি