মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টায় বিসিকে অবস্থিত মহিলা ডিগ্রী কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
তারা রাত ১১ টা থেকে মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাস প্রাঙ্গনে সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন এর পদত্যাগ দাবি ও শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর বরাবর স্মারকলিপি জমা দেওয়ার প্রক্রিয়া করেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন রোববার ১৬ জন ছাত্রের মাথার চুল কেটে ন্যাড়া করে দেন এবং তাদের লাঞ্ছিত করেন।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন সেই ১৬ ছাত্রকে ডেকে নিয়ে হুমকি ও ভয়ভীতি দেখান।
চুল কাটার বিষয়, সহকারি প্রক্টর দ্বারা হুমকি ও লাঞ্ছিত হওয়ার পর হতাশাগ্রস্থ্য হয়ে নাজমুল হোসেন নামের এক শিক্ষার্থী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শামীম আহমেদ নামের একজন শিক্ষার্থী বলেন, আমাদের এক সহপাঠি ফারহানা ইয়াসমিন বাতেনের দ্বারা নির্যাতিত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন। তাই আমরা সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনের পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করছি।
এই বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক রওশন ইসলাম বলেন, ছাত্র শিক্ষকের মধ্যে যদি কোন ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে। নির্যানের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তদন্ত করে দোষী হলে তার শাস্তি হওয়া উচিত।
Leave a Reply