সিরাজগঞ্জের শাহজাদপুরে সৌর বিদ্যুৎ চালিত সেচ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গাঁরাদহ ইউনিয়ন পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী প্রকল্প বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা জনাব দেবাশীষ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (চঃদাঃ) জনাব মো. হেলালুর রহমান ভুইয়া, নির্বাহী প্রকৌশলী অরুণ কুমার বিশ্বাস, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়, শাহজাদপুর জোনাল অফিসের ডি.জি.এম প্রকৌঃ মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এজিএম সদস্য মো. তুহিন রেজা, শাহজাদপুর জোনাল অফিসের এজিএম মো. ফিরোজ হোসেন (ও এন্ড এম), এনফোর্সমেন্ট কো-অডিনেটর মো. আরিফুল ইসলাম, শাহজাদপুর জোনাল অফিসের ওয়্যারিং ইন্সপেক্টর মো. সাইদুল ইসলাম, মো. রেজাউল করিম, সহকারী প্লান্ট হিসাব রক্ষক মো. মাসুদ রানা পারভেজ।
জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), জিওবি এবং এবিবি’র অর্থায়নে কৃষকদের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের অধীনে ২১ জেলার ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ৫টি ক্যাটাগরিতে ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গাঁড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার, গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম আক্তার সেলিম, তালগাছি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন প্রমুখ।
Leave a Reply