সখীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী রুপা আক্তার

  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬৯০ দেখেছেন

সখীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী রুপা আক্তার

ইমরুল হাসান, সখীপুর (টাংগাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সৌদি ফেরত খোকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তার স্ত্রী রুপা আক্তার (২৬)।

শুক্রবার (১১ মার্চ) সকালে উপজেলার দাঁড়িয়াপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এলাকাবাসী ও আহতের স্বজনরা জানায়, প্রায় ৭ বছর আগে একই গ্রামের উত্তরপাড়ার ইসমাইলের মেয়ে রুপার সাথে নয়াপাড়ার সোনা মিয়ার ছেলে খোকনের সাথে বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে শিশু সন্তান রয়েছে।

আরও বলেন, খোকন মিয়া প্রায় মাস খানেক ধরে বিদেশ থেকে বাড়িতে আসছেন। আসার পর থেকেই তাদের মধ্যে টাকা-পয়সার হিসাব নিয়ে ঝগড়া লেগে থাকতো। টাকার হিসাব না দিতে পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যেতে পারে স্ত্রী রুপা।

খোকনের চাচা খাজু মিয়া জানান, শুক্রবার (১১ মার্চ) ভোর সকালে খোকন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ঘরে প্রবেশ করে দেখে খোকনের গোপনাঙ্গ কাটা এবং রুপা ঘরে নেই।

পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। রুপা খোকনের পাসপোর্ট, ৮ ভরি স্বর্নালংকার ও কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সখীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সখীপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি, মামলা কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি