সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস- ট্রাকের সংঘর্ষে আহত ১৫
মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকাল ৫ ঘটিকার দিকে পাবনা বগুড়া মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার চৌকি দহ ব্রিজের উপরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে।
আহতদের উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে দ্রত পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা শাহজাহান আলী বলেন, আজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার পৌরসভার চৌকি দহ ব্রিজের ওপর মাছরাঙা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাচ্ছিল এবং অপরদিকে ট্রাকটি যাচ্ছিল ঢাকা দিকে।চৌকি দহ ব্রিজের ওপর এই গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেছেন।
JN-24/2021 © যমুনা নিউজ ২৪
Leave a Reply