সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে বাঁশবাহী নৌকা ডুবে ২ জনের মৃত্যু
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ চৌহালী উপজেলা এনায়েতপুর বেরি বাঁধের সংলগ্নে যমুনা নদীতে। বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ মিনিটে একটি বাঁশবাহী নৌকা ডুবে যায় বলে জানা যায়।
প্রাথমিকভাবে জানা যায় একটি বাঁশবাহী নৌকা এনায়েত পুর আশার সময়,এনায়েত পুর বেরিবাঁধের কাছা কাছি আশার সময় স্রোতের পাকে পরে নৌকাটি ডুবে যায়।
এসময় একজন মোছাম্মদ ঝিলিমন(৬০) স্বামী মৃত সৌরদ্দী সাং পাতাশী থানা ইসলামপুর, জেলা জামালপুর, অপরজন মোছাঃ ফুল বেগম (৬৫) স্বামী মোঃ আব্দুল জব্বার সাং খোরমা মধ্যপাড়া, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর, পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। এ সময় ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।এবং মৃতদেহ লাশ বর্তমানে এনায়েতপুর দরবার শরীফে রয়েছে।
এবং একজন আহত মোহাম্মদ লালন (২০) পিতা অজ্ঞাত থানা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর এর পা ভেঙেছে বলে জানা যায়। তিনি বর্তমানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে এবং নজরদারি অব্যাহত আছে ।
Leave a Reply