সিরাজগঞ্জের শাহজাদপুর পানিতে ডুবে ১ যুবকের মৃত্যু
মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে স্বপন (২২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বপন পৌর শহরের দ্বাবারিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ সওদাগরের ছেলে।
জানা যায়, আজ শনিবার (২১ আগষ্ট) বেলা পৌনে ৩টায় স্বপন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাড়ির পাশেই অবস্থিত করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সাতার না জানায় স্বপন পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা স্বপনকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সহযোগীতায় তাকে পানিতে খোঁজাখুজি শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর স্বপনের নিথর দেহ পানির তলদেশ থেকে উদ্ধার করা হয়।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্বপনের নিথর দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানায়, স্বপন দীর্ঘদিন যাবৎ মানষিক সমস্যায় ভুগছিল। মাঝে মধ্যেই সে পরিবারের কাউকে না জানিয়ে নিরুদ্দেশ থাকতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
JN-24/2021 © যমুনা নিউজ ২৪
Leave a Reply