সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার (৮ সেপ্টেম্বর ) রাত্রি ১০:৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী আভিযানিক দল সলঙ্গা থানাধীন র্যাব-১২ এর মেইন গেটের উত্তর পার্শ্বে ভাই ভাই টেলিকম মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ১,৫৯০/-( এক হাজার পাঁচশত নব্বই ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার নরন্ডি গ্রামের মৃত সলেমান আলমের ছেলে জয়নাল আলী ওরভে জলিল (৬৫)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক কারবারি দীর্ঘদিন ধরে সরকারি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply