সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় অটোভ্যান চালকসহ ৩জনের মৃত্যু
মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোভ্যান চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কের পাঁচলিয়া ফুট ওভার ব্রীজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৫০), একই গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৩০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।
স্থানীয়রা জানান, সকালে পাঁচলিয়া এলাকায় ফুটওভার ব্রীজের নিচ দিয়ে ব্যাটারিচালিত অটোভ্যান যোগে মহাসড়ক পার হচ্ছিলেন তারা।
এ সময় রাজশাহীগামী রড বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ভোরে ট্রাক চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সনাক্ত করা সম্ভব হয়নি।
JN-24/2021
Leave a Reply