মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চরকৈজুরী গ্রামের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে চুনু মেম্বর ও সাবেক মেম্বর গফুর এই দুপক্ষের মধ্যে সংঘর্ষে চুনু মেম্বর পক্ষের গঞ্জের খা (৫০) নামের একজন নিহত হয় ও উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করে ফৌজদারী কার্যবিধী আইন ১৫১ ধারায় শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করেছে।
নিহতের ঘটনায় নিহত গঞ্জের খার ছোট ভাই শফি আলম খাঁ (৪৫)বাদী হয়ে ৮০ জনকে আসামী করে এ দিন রাতে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলার কোন আসামী ধরা পরেনি।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা আসামীদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ঐ গ্রামে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply