সিরাজগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাবের পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
রোববার (১২সেপ্টেম্বর ) দুপুর থেকে রাত্রী পযর্ন্ত গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী আভিযানিক দল শাহজাদপুর উপজেলার দাবারিয়া, বাঘাবাড়ি ঘাট এলাকা ও খঞ্জনদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৯৯ পিস ইয়াবা, ৪ কেজি ৯ মিঃ লিঃ দেশীয় চোলাইমদ, ৩৫ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়- বিক্রয়ের ১ টি মোটরসাইকেল, ৬টি মোবাইল, ৫ হাজার ১’শ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন শাহজাদপুর উপজেলার মাদলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিম সরকার (৩৮), শহিদ সরকার (৩২), দাড়িয়াপুর গ্রামের রনি ইসলাম (২০), নোকালী গ্রামের সজিব সরকার (২২), অলিউর ইসলাম (২৮) ও খোনজনদিয়া গ্রামের অর্জু মোল্লা আরজু (৩৩)।
সোমবার (১৩ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা।
তিনি যমুনা নিউজ ২৪ কে জানান, এই মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের হয়েছে।
Leave a Reply