মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি-ট্যাংক লরী মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪।
গতকাল বুধবার (১৮ই আগষ্ট) সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহতদেরকে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উল্লাপাড়া টু শাহজাদপুর গামী ভাড়ায় চালিত সিএনজির সাথে পদ্মা গ্রুপের ট্যাংক লরীর সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। সিএনজিতে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে খবর পেয়ে শাহজাদপুর ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রেরণ করেন।
নিহতরা হচ্ছেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামের সমাজ মোল্লার ছেলে মওলানা আব্দুল খালেক (৬০), দুর্গাপুর গ্রামের দুলাল হোসেন বাবুর ছেলে শুভ (১৫)।
জানা যায়, মওলানা আব্দুল খালেক উল্লাপাড়া সলপ ইউনিয়নের ডিগ্রী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী জানান,
শাহজাদপুরে পদ্মা গ্রুপের একটি তেলবাহী গাড়ির (ট্যাংক লরী) সাথে ভাড়ায় চালিত সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
JN-24/2021 ©যমুনা নিউজ ২৪
Leave a Reply