হানিফ বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২০১ দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাইগেট এলাকায় কুড়িগ্রামগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নছিমনের চালক জসিম উদ্দিনের (৩২) মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুলাই) বিকেলে সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি হানিফ পরিবহনের কোচ নছিমনের সঙ্গে ছিনাই বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে নছিমনে চালক গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কোচটিকে আটক করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি