অতিরিক্ত যানবাহনের চাপে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ধীরগতিতে চলাচল যানবাহন। গত ২৪ ঘণ্টায় এ মহাসড়কে প্রায় ৩৯ হাজার যানবাহন চলাচল করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচলে ধীরগতি আবার থেমে থেমে যানজটও সৃষ্টি হচ্ছে।
সোমবার (১৯ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা মোড়, কড্ডার মোড়, হাটিকুমরুল, পাঁচলিয়া এলাকায় ঘুরে দেখা যায়, মহাসড়কে বিপুল সংখ্যক যাত্রীবাহী পরিবহণের পাশাপাশি রয়েছে পণ্য ও পশুবাহী পরিবহন। সকালে মহাসড়কে কিছুটা যানজট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে যায়।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস বাপ্পী বলেন, গত ২৪ ঘণ্টায় এ মহাসড়কে ৩৯ হাজার ৪৮১টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকামুখী লেনে ১৯ হাজার ৬২৮ ও উত্তরাঞ্চলমুখী লেনে চলাচল করেছে ১৯ হাজার ৮৫৩টি গাড়ি। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। নলকা সেতু ও কড্ডা এলাকায় যান চলাচলে ধীরগতি থাকলেও মহাসড়কের কোথাও যানজট নেই।
Leave a Reply