২৮ বছর পর স্বর্ণপাম জিতলেন নারী পরিচালক

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩১৬ দেখেছেন

অস্বস্তিকর, লোমহর্ষক সিনেমা ‘তিতান’ জিতল করোনাকালের স্বর্ণপাম। ছবিটির পরিচালক ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো। ২৮ বছর পর কানে কোনো নারী পরিচালক জিতলেন স্বর্ণপাম। রোববার বাংলাদেশ সময় রাত ১২টার পর ঘোষণা করা হয় ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো।
অন্য পুরস্কারগুলোর মধ্যে যৌথভাবে গ্র্যান্ড প্রিক্স জিতেছে আজগর ফরহাদির ‘আ হিরো’ ও জুহো কোশমানেন পরিচালিত ‘কমপার্টমেন্ট নং সিক্স।’ যৌথভাবে জুরি প্রাইজ জিতেছে অ্যাপিচাটপুং উইহাসিতাকুলোর ‘মেমোরিয়া’ ও নাদাব লাপিডের ‘আহেদস নি’ এবং ক্যামেরা দর জিতেছে অ্যান্তোনিতা আলামাত খুশিয়ানোভিশের ‘মুরিনা।’

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘নিত্রাম’ ছবির জন্য মার্কিন অভিনেতা কেইলেভ লান্ড্রি জোনস, সেরা অভিনেত্রী ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ ছবির জন্য রিনাতে রাইনসভে। সেরা পরিচালক ‘অ্যানেত’-এর জন্য লিওস ক্যারেক্স।

সেরা চিত্রনাট্য ‘ড্রাইভ মাই কার’-এর জন্য হামাগুচি রিয়াসুকে এবং তাকামাসা য়ে। সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন মার্কো বিলোকিও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি