প্রবাসীদের সুযোগ বাড়ান মিজানুর রহমান।

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৬০ দেখেছেন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : দৈনিক আমাদের টাঙ্গাইল পত্রিকার সম্পাদক  বলেছেন, যে প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এই করোনাকালেও ১১ হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে, সেই রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সুযোগ বাড়ান। এই আহবান স্বয়ং প্রধানমন্ত্রীর প্রতি।
দৈনিক আমাদের টাংগাইল পত্রিকার উপদেষ্টা কোরবান আলী তালুকদার সভাপতিত্বে ‘রেমিটেন্সযোদ্ধাদের জন্য সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৬ জুলাই বিকেল ৪ টায় দৈনিক আমাদের টাঙ্গাইল পত্রিকার  কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় নির্বাহী সম্পাদক  জয়দেব হাওলাদার , সিনিয়র বার্তা সম্পাদক  মোতালেব সরকার ,  সাদিকুল ইসলাম  প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মের রাজনীতি সচেতন নাগরিকগণ রেমিটেন্সযোদ্ধা হিসেবে বিশ্বের  বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে, তাদের সুযোগ বাড়াতে হবে। তাদের জন্য রাষ্ট্রিয়ভাবে চিকিৎসা ভাতা, পেনশনভাতাসহ সার্বিক সুবিধা দেয়ার ব্যবস্থা করতে হবে।  

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি