ভূঞাপুরে জমজ ভাইয়ের সাথে জমজ বোনের বিয়ে !

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩২৫ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জমজ দুই ভাইয়ের সাথে জমজ দুই বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে উপজেলার নিকলা নয়া পাড়া গ্রামের জমজ দুই বোনের সাথে বাগবাড়ী গ্রামের জমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়। ওই রাতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রাণঘাতী করোনার কারণে গোপনে বিয়ে সম্পন্ন করা হলেও ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গোপন রাখা জমজদের বিয়ের খবর এবং তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে এই রকম বিয়ে সব সময় চোখে পড়ে না বিধায় দুই নতুন দম্পতিকে এক নজর দেখতে শতশত জনতা ভীড় করছে।

জানা যায়, উপজেলার বাগবাড়ী গ্রামের অাব্দুর রশিদের জমজ দুই ছেলে অাল অামিন ও অামিনুল ইসলামের সাথে একই উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের ঔষুধ ব্যবসায়ী বেল্লাল হোসেনের জমজ দুই মেয়ে ফাতেমা সাথী ও ফারহানা বিথির বিয়ে সম্পন্ন হয়। অাল অামিনের সাথে ফাতেমা সাথী ও অামিনুল ইসলামের সাথে ফারহানা বিথির বিয়ে সম্পন্ন হয়। ছেলেরা ও মেয়েরা সবাই মাস্টার্স শেষ করেছেন। ছেলেরা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

পারিবারিক সূত্র জানায়, গত মাস কয়েক আগে পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে নিয়ে আলোচনা এবং পরবর্তীতে দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের চূড়ান্ত আলোচনা শেষে গত বৃহস্পতিবার রাতে গোপনে ও ঘরোয়া পরিবেশে বিয়ে অনুষ্ঠিত হলেও তা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। তারা দুই দম্পতি যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন সে জন্য দোয়া চেয়েছেন।


তারিখ -২৮/৭/২০২১ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি