ভূঞাপুরে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন অনুষ্ঠিত
ভূঞাপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ভূঞাপুর মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১৯৬৪ জন উপকারভোগীর কাছে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছঃ ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শেখ মো. আলাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শাহআলম প্রামানিক, প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, কাউন্সিলর আল-আমীন, আমিনুল সহ সকল কাউন্সিলরবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বারবার নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, ১ম ধাপে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ। এছাড়াও পরবর্তী ধাপে সকলকে এই টিসিবির পণ্য বিতরণের কার্ডের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান বলেন, পবিত্র রমজান উপলক্ষে ১ম ধাপে পৌরসভার ১৯৬৪জনকে টিসিবির পণ্য সরবরাহ করা হল। এছাড়াও সকল ইউনিয়নেও টিসিবির পণ্য বিতরণ করা হবে।
উল্লেখ্য, ১৯৬৪জন কার্ডধারি প্রতি জনের মাঝে ৫৫টাকা কেজি দরে চিনি ২ কেজি, ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল ২ কেজি, ১১০ টাকা কেজি দরে সয়াবিন তেল ২ কেজি করে বিক্রি করা হয়। আগামী রমজানের মধ্যেই দুই দফায় এই পণ্য বিক্রি করা হবে বলে জানা যায়।
Leave a Reply