হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় ম্যাজিস্ট্রেট রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। পরে বিকেলে ইউএনও এর কাছে হামলাকারী শ্রমিকরা ক্ষমা চেয়ে মুক্তি পেলেও রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চালাচ্ছে ম্যাজিস্ট্রট।
ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনীর উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে শ্রমিকরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই পরিবহন শ্রমিককে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যুগিহাটী গ্রামের মৃত মজিদ মণ্ডলের ছেলে হারুনুর রশিদ (৪০) ও উপজেলা কাগমারীপাড়ার ইকেন আলীর ছেলে মানিক(৩৭)।
জানা যায়, ভূঞাপুর বাসস্ট্যান্ড ও উপজেলা প্রশাসন কার্যালয়ের গেটের সামনে এলোপাতাড়ি ভাবে গাড়ি পার্কিং করে রাস্তা দখল করার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উঠানো হয়। উপস্থিত অনেকেই পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ম্যাজিস্ট্রেটের নাক ফেটে রক্ত বের হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এর আগে ওই ম্যাজিস্ট্রেট দুই পরিবহন শ্রমিককে জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে তার উপরে অতর্কিত এ হামলা চালায়।
আরো জানা যায়, ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে ঘন্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সকল পক্ষের সাথে আলোচনা করা হয়। পরে দন্ডপ্রাপ্ত দুইজনের জরিমানার টাকা পরিশোধ করে হামলার বিষয়ে শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চেয়ে হামলাকারীদের মুক্তি দিলেও রাতে তাদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলার প্রক্রিয়াও শেষ করে ম্যাজিস্ট্রেট।
হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান যমুনা নিউজ ২৪ কে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ২ জন শ্রমিককে জেল-জরিমানা করলে পুলিশ সদস্যরা তাদের নিয়ে পুলিশ ভ্যানে বসায়। এ সময় উত্তেজিত শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। পরে আমার অফিস কক্ষে সকল শ্রমিক নেতাদের উপস্থিতিতে ওই দুই শ্রমিকের জরিমানা আদায় ও বাসস্যান্ডের টিকিট কাউন্টার সরিয়ে দেওয়ার কথা বলা হয়। এছাড়াও ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নিতে থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
JN-24/2021
Leave a Reply