ভূঞাপুরে পৌর মেয়র মাসুদুল হক মাসুদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪১৭ দেখেছেন

ভূঞাপুরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

হাদী চকদার, যমুনা নিউজ ২৪ঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সন্ধ্যায় ভূঞাপুর পৌরসভা বারবার নির্বাচিত পৌর মেয়র মাসুদুল হক মাসুদের উদ্যোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বারবার নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক আজিজ, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি