রেজাউল রহিম রাব্বি, স্পোর্টস ডেস্ক:
প্রত্যেক দেশেই কিছু না কিছু ভালো ক্রিকেটার আছে কিন্তু তাদের মধ্যে কিছু খেলোয়াড় আছে যারা হয়ে উঠে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তেমনি একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মনে করেন অস্ট্রেলীয় তারকা অ্যাশটন অ্যাগার।
তিনি বলেন, তাক লেগে গেলাম বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দেখে।বাংলাদেশের এই তারকা পেসারের বোলিং বৈচিত্রে ভুগলেও রীতিমত মুগ্ধ অ্যাগার।পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ স্পিন দিয়ে কাবু করছে অজিদের।একইসাথে তাদের ভোগাচ্ছে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার-কাটার।
স্পিন বান্ধব উইকেটেও মুস্তাফিজ যেন মিচেল স্টার্ক বা জশ হ্যাজলেউডের চেয়ে বেশি কার্যকরী ভূমিকায়। মুস্তাফিজকে নিয়ে অ্যাশটন অ্যাগার নতুন নামে আখ্যা দিয়ে বলেন, “সে একজন ‘ডিফিকাল্ট কাস্টমার’।
সে সত্যিই ভালো বোলার।স্লো বল করার যে সামর্থ্য তার আছে… স্লো মোশনে দেখলে বুঝতে পারবেন সে বল করে কব্জি ও আঙুল দিয়ে। এটা অনবদ্য স্কিল। অসাধারণ পরিবর্তন।”মুস্তাফিজের বল পড়তে যে অজিদের গলদঘর্ম হওয়ার জোগাড়, তা স্পষ্ট তার ভাষ্যে,“এই স্লোয়ার বল খুব বেশি ধীর গতির নয়এবং অনেক বদলে যায়।
এটা লাফিয়ে উঠতে পারে, নিচু হয়ে আসতে পারে, স্পিন করতে পারে অথবা নাও করতে পারে- একেই বলে সুপার ভেরিয়েবল প্লেয়ার। সে যত বেশি সম্ভব বৈচিত্র্য রাখার চেষ্টা করে।এই সফরটা মনে হচ্ছে উপভোগের জন্য রোমাঞ্চকর খেলা একটা প্ল্যাটফর্ম।ভিন্ন কন্ডিশন, ভিন্নধর্মী শিক্ষার সুযোগ এসব দেখতে সবাই পছন্দ করে । এতে আমাদের দেশের খেলোয়াড়রা মুস্তাফিজের করা স্লো বল দেখে আর তা দেখে শিখছে।”
Leave a Reply