নিকরাইলে নৌকার ভোট হবে টেবিলের উপরে! – ফুল ভিডিও

  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৪৪৭ দেখেছেন

‘নৌকার বাইরে ভোট দিলে পাছার নিচে থেকে বারি হবে’- নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদ, কালিহাতী।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপু‌রে আসন্ন নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে ইউনিয়ন আওয়ামী লী‌গের নির্বাচনী প্রচারণ‌া সভায় কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই আকন্দ ব‌লে‌ছেন, ‘২৬ তা‌রি‌খের ইউপি নির্বাচনে নৌকার ভোট হবে টে‌বি‌লের ওপর। কোনো আবলতাবল মার্কায় সিল মে‌রে দে‌শের ক্ষ‌তি কর‌তে দেওয়া হ‌বে না।’

শুক্রবার (৩ ডি‌সেম্বর) রা‌তে উপ‌জেলার নিকরাইল ইউনিয়নের পাথাইকা‌ন্দি বাজার এলাকায় নৌকা প্রতী‌কের প্রার্থী ও বর্তমান চেয়ারম‌্যান আবদুল ম‌তিন সরকা‌রের নির্বাচনী প্রচারণা সভায় পার্শ্ববর্তী কা‌লিহাতী উপ‌জেলার গোহা‌লিয়াবা‌ড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম‌্যান আবদুল হাই আকন্দ নেতাকর্মী‌দের উদ্দেশে এসব কথা ব‌লেন।

তার আগে শুক্রবার রা‌তে উপ‌জেলার পাথাইলকা‌ন্দি এলাকায় ইউপি নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে ইউনিয়ন আওয়ামী লী‌গের দুগ্রু‌পের ম‌ধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘ‌টে। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। প‌রে নৌকা প্রতী‌কের প্রার্থী ম‌তিন সরকারের নেতাকর্মীরা পাথাইলকা‌ন্দি বাজা‌রে প্রতিবাদ সমা‌বেশ ক‌রে। সেখা‌নে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন কা‌লিহাতী উপ‌জেলার গোহা‌লিয়াবা‌ড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম‌্যান আবদুল হাই আকন্দ।

এ সময় তি‌নি ব‌লেন, ‘নৌকায় ভোট দি‌লে এলাকায় উন্নয়ন হবে, নৌকায় ভোট না দি‌লে উন্নয়ন হ‌বে না। আবলতাবল মার্কায় কেউ ভোট দেওয়ার চেষ্টা কর‌বেন না। বক্ত‌ব্যে তি‌নি নিকরাইল ইউপি নির্বাচ‌নে স্বতন্ত্র প্রার্থী‌ মাসুদ‌ুল হক মাসুদকে অবাঞ্ছিত ঘোষণা ক‌রে তা‌কে ১নং ওয়ার্ড এলাকায় প্রবেশ কর‌লে প্রতিহত করার হুম‌কি দেন।

এছাড়াও তিনি আরও বলেন, যারা নৌকা মার্কার বাই‌রে গি‌য়ে নির্বাচন কর‌বে তাদের পাছার নিচে পিটা‌নো হ‌বে। অন‌্যকোন আবুল তাবুল মার্কায় ভোট হ‌বে না।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নে নৌকা প্রতী‌কের চেয়ারম্যান পদে জয়ী হন আবদুল হাই আকন্দ।

👍ফুল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 👍

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি