ভূঞাপুরে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
খন্দকার শরিফুল ইসলাম, ভূঞাপুর প্রতিনিধিঃ
সারাদেশে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার হওয়া মানুষদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে উদযাপন হচ্ছে এই দিবসটি। ‘কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক নেতৃত্ব ও অংশগ্রহণ’।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গত ৩ ডিসেম্বর (শুক্রবার) ভূঞাপুর উপজেলার পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সভায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ খন্দকার জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব, সাংবাদিক আতাউর রহমান খান মিন্টু, সাংবাদিক মিজানুর রহমান সহ আরো অনেকে।
এ সময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Leave a Reply