মোঃ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর জোনাল অফিসের আয়োজনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প সংক্রান্ত গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা বৃহস্পতিবার সকাল ১০টায় হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়।
শাহজাদপুর জোনাল অফিসের এনফোর্সমেন্ট কো-অডিনেটর মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌঃ মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম সদস্য মো. তুহিন রেজা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর জোনাল অফিসের এজিএম মো. ফিরোজ হোসেন (ও এন্ড এম), ওয়্যারিং ইন্সপেক্টর মো. সাইদুল ইসলাম, মো. রেজাউল করিম, সহকারী প্লান্ট হিসাব রক্ষক মো. মাসুদ রানা পারভেজ, ইউপি সদেস্য মো. আব্দুল হালিম প্রমূখ।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), জিওবি এবং এবিবি’র অর্থায়নে কৃষকদের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের অধীনে ২১ জেলার ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ৫টি ক্যাটাগরিতে ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।